দুটি পরীক্ষিত টিপ্সঃ
যদি সাইটের গ্রোথ এবং র্যাংক ধরে রাখতে চান তাহলে রেগুলার পোস্ট করে যেতে হবে। মুখস্থ কথা নয় আমার নিজের কিছু সাইটের অভিজ্ঞতা শেয়ার করিঃ
টিপ্স-১ঃ
কিছু সাইট ভালো করার পরে সময়ের অভাবে হোক অলসতার কারনে হোক পোস্ট দেয়া অফ করে দিই। ওমা!! কিছুদিন পরে দেখি ট্রাফিক ডাউন সাথে ডি-ইন্ডেক্স হওয়াও শুরু করেছে।
তারপর আবার পোস্ট দেয়া শুরু করলাম। এখন দেখি আবার ট্রাফিক আসা শুরু করেছে আগের মতো।
আরেকটা মজার বিষয় হচ্ছে, যে পোস্টগুলো ডি-ইন্ডেক্স হয়েছিলো সেগুলোও ইন্ডেক্স হওয়া শুরু করেছে।
মানে ঘটনা হচ্ছে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে।
গুগল নিজে যেমন আপডেট পছন্দ করে, আমাদেরকেও আপডেট থাকতে হবে।
টিপ্স-২ঃ
অনেকেই একটা প্রশ্ন করে থাকেনঃ প্রতিদিন কয়টা করে পোস্ট দিবো?
এই প্রশ্নের এক্সাক্ট কোনো আন্সার না থাকলেও অভিজ্ঞতার আলোকে একটা পরামর্শ দিতে পারি।
আপনার সামর্থ্য যদি থাকে প্রতিদিন ১০টি করে পোস্ট দেয়া তাহলে ১০টি করেই দিয়ে যাবেন। এটাই আপনার জন্য রেগুলারিটি মেইনটেইন।
যদি ১০০টি দেয়ার সামর্থ্য থাকে তাহলে ১০০টি করেই পোস্ট করুন।
যদি একটি পারেন, তাহলে একটি করেই করে যান…
এমন করবো যে, একদিনে ১০০০ পোস্ট পাবলিশ করে দিলাম পরের ১০ দিন আর নাই!!
আপনার সময় কম থাকলে, পোস্ট সিডিউল করে দিতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর পোস্ট হতে থাকবে। Affpilot এর নতুন ফিচারগুলোতে সিডিউল করে দেয়ার অপশন আছে। যদি Affpilot দিয়ে আর্টিকেল লিখেন তাহলে এই অপশনগুলো কাজে লাগাতে পারেন।