আগের পোস্টে বলেছিলাম আর্টিকেলে অরিজিনাল ইনফো এড করতে হবে সেটা আপনি AI দিয়ে লিখেন কিংবা হিউম্যান রাইটার দিয়ে লিখেন!
একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আপনি একটি আর্টিকেল লিখবেন কিভাবে রংপুর থেকে ঢাকা যাওয়া যায় এই বিষয়ের উপর।
আপনি লিখলেন, রংপুর থেকে ঢাকা যেতে হলে প্রথমে আপনাকে পাসপোর্ট করতে হবে। তারপর ভারতের ভিসা করতে হবে! ভিসা পাওয়ার পর যেতে হবে সৈয়দপূর বিমান বন্দরে। তারপর সেখান থেকে বিমানে যেতে হবে ভারতের কোলকাতায়। কোলকাতা এয়ারপোর্ট থেকে আবার যেতে হবে ঢাকায়।
এই লেখা পড়ে ইউজার কিন্তু সন্তুষ্ট হবে না। রাইট? কারন আপনি ইউজারকে সঠিক গাইডলাইন দিতে পারেননি।
এই যে গাইডলাইনটা আপনি দিলেন, এই লেখাটা আপনি যতই সুন্দর করে হিউম্যান রাইটার দিয়ে লেখান না কেন লেখাটি কিন্তু অরিজিনাল লেখা বা অরিজিনাল কন্টেন্ট হলো না।
কিন্তু আপনি যদি AI এর সাহায্য নিয়েও অল্প কথায় সুন্দর করে গাইডলাইন দিতেন এভাবেঃ
রংপুর থেকে ঢাকা তিনভাবে যাওয়া যায়।
১) বাসে
২) ট্রেইনে
৩) বিমানে
বাসে যেতে হলে আপনি রংপুর মডার্ণ মোড়ে যাবেন তারপর একটি বাসে উঠে ঢাকা চলে যাবেন। এভাবে ট্রেইন এবং বিমানের গাইডলাইন সঠিকভাবে লিখে নিতে পারেন।
এখানে কিন্তু আমার মেইন মোটিভ আপনাকে এটা বোঝানো নয় যে AI কন্টেন্ট হিউম্যান রাইটারদের থেকে ভালো। আমি জোর দিয়ে এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে, আপনি হিউম্যান রাইটার দিয়ে লেখান কিংবা AI দিয়েই লেখান সঠিক এবং অরিজিনাল কন্টেন্ট লিখতে হবে যা ইউজারদের সত্যিকার অর্থেই হেল্প করবে।
ভিজিটর যাতে সার্চ দিয়ে আপনার কন্টেন্টে এসে পরিপূর্ণ তথ্য পায় এবং ঐ একই বিষয়ে জানার জন্য গুগলে আবার সার্চ না করে। ইউজার যদি আপনার সাইটে তথ্য না পেয়ে ইন্সট্যান্ট ট্যাব ক্লোজ করে এবং আবার একই বিষয় সার্চ করে, তার মানে হলো আপনার কন্টেন্ট পরিপূর্ণ তথ্য দিতে পারেনি। এর ফলে গুগলের কাছে নেগাটিভ সিগন্যাল যায় এবং আপনার সাইটের র্যাংক হারাতে পারেন।
এবার চলুন শুরু করি একটি কন্টেন্টকে কিভাবে অরিজিনাল বানাবো। কন্টেন্টে কিভাবে সঠিক এবং হেল্পফুল ইনফো এড করবো এবং কোথা থেকে এই অরিজিনাল ইনফরমেশন কালেক্ট করবো।
অরিজিনাল এবং হেল্পফুল ইনফো কিভাবে কন্টেন্টে এড করবো?
দীর্ঘ্য ১৫ বছরের রাইটার হায়ারিং এর অভিজ্ঞতায় দেখেছি আমাদের অনেক দেশি রাইটার ভাই-বোনেরা শুধু গুগলের Top 10 আর্টিকেল থেকে ইনফো নিয়ে ‘Skyscraper’ স্টাইলে একটা কন্টেন্ট লিখে থাকেন।
যে সাইটগুলো SERP এর Top 10 এ অলরেডি আছে, আপনি যদি তাদের চেয়ে ভালো কিছু ভেল্যু এড না করেন তাহলে কেন আপনাকে টপ-১০ এ জায়গা দিবে?
শুধু SERP এর Top-10 এ যা আছে তাই ঘুরিয়ে প্যাচিয়ে লিখলেই কোনো কন্টেন্টকে ইউনিক এবং অরিজিনাল আর্টিকেল বলা যায় না।
প্রশ্ন হলো কোথায় পাবেন এইসব ইউনিক কিন্তু অরিজিনাল তথ্য? একটি উপায় হচ্ছে:
scholar.google.com
Google scholar এ গিয়ে আপনার নিশে সার্চ দিলে দেখবেন অসংখ্য ইবুক, Documents and PDF পেয়ে যাবেন। আপডেট তথ্য পেতে 2024 সিলেক্ট করে দিতে পারেন।

Forums and Communities
নিশ রিলিভেন্ট ফোরাম এবং কমিউনিটিগুলোতে রিয়েল ইউজাররা তাদের মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করে থাকেন। ফোরামগুলোতে অলরেডি আলোচনা হওয়া থ্রেডগুলো থেকে আপনি ধারনা নিতে পারেন।

যদি নির্দিষ্ট কোনো ফোরামে আপনার টপিকে পর্যাপ্ত তথ্য খুঁজে না পান তাহলে সেখানে আপনি একাউন্ট খুলে প্রশ্ন করতে পারবেন। দেখবেন কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন।
Reddit এবং Quora ফোরাম দুটিতে প্রায় সকল ধরনের নিশের উপর আলোচনা করা হয়ে থাকে। আপনার নিশ অনুযায়ী বিভিন্ন কমিউনিটি খুঁজে পেতে পারেন।
যেকোনো নিশে স্পেসিফিক ফোরাম খুঁজে পাওয়ার উপায়ঃ
আপনার নিশে স্পেসিফিক ফোরাম গুগল থেকে খুঁজে পেতে পারেন এভাবে গুগলে সার্চ করেঃ Your Niche + Forum
যেমন, Weight loss + forum
ইউটিউব ভিডিও এবং পডকাস্টঃ
ইউনিক এবং অরিজিনাল তথ্য ব্লগ আর্টিকেলে এড করার আরেকটি মাধ্যম হতে পারে ইউটিউব ভিডিও এবং পডকাস্ট।
আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন ঐ বিষয়ে দুই একটি ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন।
তারপর লেখা শুরু করলে দেখবেন টপ-১০ এ যারা আছে তাদের সাথে আপনার লেখার অনেক পার্থক্য তৈরি হবে। ইউনিক কিছু ভেল্যু এড করতে পারবেন।
Facebook Groups:
মোটামুটি সব টপিকেই ফেইসবুক গ্রুপ খুঁজে পাবেন। ফেইসবুকে সার্চ দিয়ে Group অপশন সিলেক্ট করবেন। পপুলার গ্রুপগুলোতে দেখবেন অনেক তথ্য পাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী গ্রুপগুলোতে প্রশ্নও করতে পারেন।

Scientific Paper
কোনো টপিকে আর্টকেল লেখার সময় ”Your keyword” new scientific study বা ‘Your keyword” scientific journals 2024 লিখে সার্চ দিবেন।
দেখেন নতুন কিছু পান কিনা যেগুলো গুগল এর টপ ১০ আর্টিকেলগুলো কাভার করেনি। বেশি না ২/১ টা পয়েন্টস ই যথেস্ট। এখন তো এইসব স্টাডিজ বের করা আরো সহজ। consensus.app যাবেন, আপনার keyword দিবেন, ‘’copilot’’ toggle টা on করে সার্চ দিবেন। সব স্টাডিজের রেজাল্ট একসাথে চলে আসবে। আপনি ইচ্ছা করলে 2024 দিয়ে ফিল্টারও করতে পারবেন লেটেস্ট ইনফো পাওয়ার জন্য। একটা ইমেইল দিয়ে লগ ইন করে মাসে ২০ টি ফ্রি সার্চ দিতে পারবেন।
Borrowed Credibility
ধরুন, একটি টপিকে আপনার অথোরিটি বা দক্ষতা নেই, তখন কি করবেন? এই বিষয়টা ম্যানেজ করার একটা ভালো উপায় হলো এই ‘borrowed credibility’ মেথড ইউজ করা।
আপনি বেসিক্যালি অন্যের অথোরিটি বা দক্ষতা নিজের কাজে ব্যবহার করবেন। আপনার কন্টেন্টের মধ্যে বিভিন্ন Authoritative সোর্স থেকে ইনফো নিয়ে ‘Quote’ আকারে ব্যবহার করতে পারেন।
WordPress er ‘Pull Quote’ ফিচার টি ইউজ করবেন এক্ষেত্রে। তাহলে কন্টেন্ট দেখতেও সুন্দর লাগে। আমি সাধারণত বিভিন্ন ‘authoritavive website’ এর author এর বায়ো কিংবা যদি কোনো বই থেকে তথ্য নিই তাহলে বইয়ের লেখকের পারসোনাল সাইট/সোশাল মিডিয়া প্রফাইল কে ‘Pull Quote’ এর মাধ্যমে লিংক করে দিই।
বিভিন্ন ফোরাম বা ফেসবুক গ্রুপে প্রশ্ন করে, তাদের উত্তরের স্ক্রিনশট ও যোগ করতে পারেন আর্টিকেলে।
মাল্টিমিডিয়াঃ কন্টেন্টে মাল্টিমিডিয়া যোগ করুন। শুধুমাত্র ‘’Texts Blocks’’ ইউজ করলে ভিজিটর অল্প সময় আপনার সাইটে থাকবে এতে করে “টাইম অন পেজ” কমবে এবং ভিজিটর আগ্রহ হারাতে পারেন।
মাল্টিমিডিয়ার মধ্যে প্রোপার ইমেজ, ভিডিও, মিমs, Gif ইত্যাদি ব্যবহার করুন। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ইউটিউব থেকে স্ক্রিনশট, “Fooocus” (Free AI image generator) বা “Midjourney” ব্যবহার করবেন।
Bing বা DALL-E এবং গুগল Gemini ব্যবহার না করাই ভালো কারণ মেটাডেটায় তথ্য থাকে যেগুলো AI জেনারেটেড ফটো। স্টক ফটোও পারলে এড়িয়ে যাবেন। এমন সব মাল্টিমিডিয়া এড করুন যেগুলো আপনার নিশ বা টপিকের সাথে প্রাসঙ্গিক।
এছাড়া, মাল্টিমিডিয়ার জন্য সঠিক ক্যাপশন এবং Keyword-rich ALT-Text ব্যবহার করুন।
৫। কনটেন্ট প্রেজেন্টেশনঃ কন্টেন্ট লেখার মতোই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টেন্ট প্রেজেন্টেশন। আপনি কীভাবে কন্টেন্ট প্রেজেন্ট করছেন তার উপর নির্ভর করবে ভিজিটর কতক্ষণ আপনার কন্টেন্টে থাকবে।
কন্টেন্টের শুরুতেই উত্তর দিয়ে দিন। বিশেষ করে Question কীওয়ার্ডের ক্ষেত্রে শুরুতেই উত্তর দিয়ে দিন। Affpilot এই কাজটি খুব সুন্দরভাবে করে থাকে। শুরুতে এক্সাক্ট আন্সার লিখে দেয়।
এছাড়াও, কন্টেন্টকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্টে করার জন্য বুলেট পয়েন্ট, টেবিল, ইনফোগ্রাফিক্স, ‘’Pull Quotes’’ এবং মাল্টিমিডিয়া ব্যবহার করুন।
একটি কন্টেন্টে উপরের সব টিপসই যে একসাথে ফলো করতে হবে এমন নয়। কিন্তু চেষ্টা করবেন আস্তে আস্তে সবগুলো বিষয় ফলো করার।
মনের মাধুরী দিয়ে খুব ভালো লিখেছেন ভাইয়া ।
ধন্যবাদ ভাই অনেক ভালো লিখেছেন
অসাধারণ লিখেছেন ভাই, আপনার এই লেখা আমাদের মত আরো অনেকের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ
অনেক ভালো হয়েছে, শহীদ ভাই।
অনেক সুন্দর বুঝিয়ে বলেছেন, ধন্যবাদ ভাইয়া।।।
Many many thanks vai