আপনার যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার ধৈর্য্য থাকে তাহলে আপনি ব্লগিং শুরু করতে পারবেন আশাকরি। কারন আমি খুব সহজেই স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবো এই লেখাটির মাধ্যমে।
খুব বেশি সময় না দিয়েও অল্প পরিশ্রমে মানুষ কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে ২০-৩০ লাখ টাকায় সেল করে দিচ্ছেন সেগুলোও দেখাবো এই লেখাতে।
তাই সামান্য ধৈর্য্য নিয়ে এই পোস্টটি শেষ পর্যন্ত পরবেন আশা করছি। এই পোস্টের প্রতিটি ওয়ার্ড মনযোগ দিয়ে পড়ে ব্লগিং জার্নি শুরু করুন, আপনি ব্লগিং-এ সফল হবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো এই বিষয়গুলো খুব সহজেই আপনার কাছে উপস্থাপন করারঃ
ব্লগিং কি?
কিভাবে শুরু করবেন?
কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন?
ব্লগিং এর জন্য বেস্ট Web Hosting এবং ডোমেইন কিভাবে নিবেন?
ওয়েবসাইটে কিভাবে আর্টিকেল লিখবেন খুব সহজেই?
ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার পর ব্যাসিক SEO কিভাবে করবেন?
On-Page SEO কি এবং কিভাবে করতে হয়?
Off-Page SEO কি এবং কিভাবে করতে হয়?
সোশ্যাল শেয়ারিং সাইটের কিছু লিস্ট যেখানে আপনি প্রতিটি আর্টিকেল পাবলিশ করে দিবেন।
ব্যাকলিংক এবং গেস্ট পোস্ট কি এবং কিভাবে করতে হয়?
কিভাবে ব্লগিং করে টাকা আয় করতে হয় সেগুলো সব কিছুই জানতে পারেন এবং ব্লগিং এর জন্য যা যা প্রয়োজন সব কিছু একটি লেখার মাধ্যমে সংক্ষেপে ও সহজে বুঝতে পারেন সেই চেষ্টাই করবো এই লেখার মাধ্যমে।
সংক্ষেপে এবং সহজ ভাষায় বলে নিই ব্লগিং জিনিসটা কি? আপনি কোনো একটি বিষয় সম্পর্কে ভালো জানেন। ঐ বিষয়ে লেখালেখি করাকেই ব্লগিং বলতে পারেন। এই যেমন ধরুন আপনি জানতে চাচ্ছেন ব্লগিং কি, কিভাবে ব্লগিং করতে হয় এবং ব্লগিং করে কিভাবে টাকা আয় করতে হয়। এজন্যই তো এই লেখাটি পড়ছেন, রাইট? আমি এই লেখাটি লিখে রেখেছি আর আপনি আমার ওয়েবসাইটে এসে পড়ছেন। এখানে আমি মূলত ব্লগিং করছি। মানে আপনাদেরকে কোনো একটি বিষয়ে আমি তথ্য দিচ্ছি লেখা-লেখির মাধ্যমে।
প্রশ্ন হলো লেখালেখিটা করবেন কোথায় এবং কিভাবে? ফেইসবুকেও তো লেখালেখি করা যায়, তাই না? হ্যাঁ, যায়। ফেইসবুকে স্টাটাস দিলেই কি ব্লগার হওয়া যাবে? উহুহ! আপনাকে এমন জায়গায় এমনভাবে এমনসব বিষয় নিয়ে লিখতে হবে যেন ব্লগিং করে টাকা আয় করা যায়। মানে আমাদের লক্ষ থাকবে আমরা ব্লগিং করে বিভিন্ন উপায়ে আয় করবো।
আবারো আগের প্রশ্নে ফিরে যাই! লেখালেখি কোথায় করবো? এজন্য আমাদের একটি ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইট বানানোর কথা চলে আসলে মনে হয় আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে! প্রোগ্রামিং জানতে হবে। কোডিং করতে হবে ইত্যাদি ভয় ভীতি মূলক ধারনা!
নাহ! আপনাকে এসবের কিচ্ছু জানতে হবে না। এই টেকনোলজির যুগে খুব সহজেই আপনি ব্লগ সাইট বানাতে এবং ম্যানেজ করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিবো কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন।
যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে এবং ওয়েবসাইট তৈরি করা, ডিজাইন করা, ডোমেইন-হোস্টিং কেনা ইত্যাদি কাজগুলো আপনার কাছে কঠিন মনে হয় তবুও চিন্তার কোনো কারন নেই।
Affpilot টিম আছে আপনার পাশে। ভালো মানের হোস্টিং, ডোমেইন, প্রফেশনাল মানের ডিজাইন (আপনি যেমন ডিজাইন দেখিয়ে দিবেন তেমনই বানিয়ে দিতে পারবো) ইত্যাদি সবগুলো কাজ আমরা করে দিতে পারবো।
আপনি শুধু আপনার সাইটে ইমেইল+পাসওয়ার্ড দিয়ে লগিন করে ইজিলি পোস্ট দিবেন যা খুবই সহজ।
এই লক্ষে আমরা নিয়ে এসেছি AFFPILOT COMBO প্লান। আমাদের গ্রুপে জয়েন করে এই পোস্টটি পড়তে পারে। Affpilot Combo Package এ আপনি যা যা পাবেন এবং অফার প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে নিয়মিত লিখবেন। ডোমেইন হোস্টিং কিনে সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সেটাপ দিবেন। প্রয়োজনীয় থিম এবং প্লাগিন ইন্সটল করে নিবেন। তারপর লেখা পোস্ট করবেন সাইটে।
ছোট একটি উদাহরণ দিয়ে শুরু করি। মনে করুন আপনার



