মানে কতগুলো ইনফো আর্টিকেল দিবো এবং কতগুলো রিভিউ আর্টিকেল পাবলিশ করবো?
শুরুতে একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিই।
ধরুন, আমাদের এই Affpilot গ্রুপটিই হচ্ছে Google!
এখন আপনি যদি এই গ্রুপে জয়েন করেই আপনার প্রোডাক্ট বেচার জন্য সেল পোস্ট দিতেই থাকেন, তাহলে গ্রুপের এডমিন এবং মেম্বারগন আপনাকে পছন্দ করবে? নিশ্চই না!
আপনি যদি গ্রুপে জয়েন করে হেল্পফুল কিছু ইনফো এবং রিসোর্স শেয়ার করেন তাহলে এডমিন প্যানেল এবং গ্রুপের মেম্বারস থেকে বাহবা পাবেন।
এই বাহবা পেতে পেতে একদিন যখন আপনার অথোরিটি ক্রিয়েট হবে মানে বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা তৈরি করতে পারবেন তখন যদি আপনি সেল পোস্ট মানে রিভিউ আর্টিকেল পাবলিশ করেন তখন কিন্তু সবাই অতটা নেগেটিভলি নিবো না।
অনুরুপ, আপনি একটি নতুন সাইট বানালেন। সাইট বানিয়েই সাইটে শুধু Affiliate link ওয়ালা রিভিউ পোস্ট পাবলিশ করতে থাকলেন।
গুগলও এই বিষয়টা পছন্দ করবে না। গুগল চাইবে আপনি গুগলের ইউজারদেরকে (সার্চার) হেল্প করুন আপনার সাইটের মাধ্যমে।
সুতরাং এ থেকে বোঝা গেল, গুগল হেল্পফুল কন্টেন্ট মানে ইনফো আর্টিকেল বেশি বেশি পাবলিশ করলে আপনাকে ভালো চোখে দেখবে।
এজন্য আমি সব সময় পরামর্শ দিয়ে থাকি সাইটে শুরুতে ইনফো আর্টিকেল পাবলিশ করতে। তারপর ভিজিটর আসা শুরু করলে আপনি আস্তে আস্তে রিভিউ আর্টিকেল পাবলিশ করতে পারেন।
এজন্য আমি রিকমেন্ড করিঃ ৮০% ইনফো আর্টিকেল এবং ২০% রিভিউ আর্টিকেল পাবলিশ করতে।
Affpilot দিয়ে এক ক্লিকেই ১০০০ ব্লগ আর্টিকেল পাবলিশ করতে পারবেন। ড্রাফট, সিডিউল, পাবলিশ অপশন আছে। Black Friday অফার চলছে। আর মাত্র আড়াই দিন বাকি!
৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে ধামাকা এই অফারটি ![]()
![]()



