কিভাবে ব্লগিং শুরু করতে হবে এই বিষয়ক গাইডলাইন চাচ্ছিলেন একজন ভাই। ১১ তারিখে ওনাকে কিছু পরামর্শ দিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই বিষয়গুলো অনেকেই জিজ্ঞেস করে থাকেন তাই পোস্ট করলাম।
১) ডোমেইন হোস্টিং কিনবেন যদি না থাকে। আমি আপনাকে দিতে পারবো ডোমেইন হোস্টিং।
২) সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সেটাপ দিবেন।
৩) একটা থিম ইন্সটল করবেন। Astra, GeneratePress, Kadence এই তিনটার যেকোনো একটা হলেই হবে। ফ্রী থিমেই কাজ চালাতে পারবেন।
৪) ব্লগিং এর জন্য আপনি ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপ নিয়ে যে চিন্তা করছেন, এতটা জটিল ভাবার দরকার নাই। ব্লগিং এ কন্টেন্টই কিং, কন্টেন্টই সব!
৫) ব্যাসিক কিছু প্লাগিন ইন্সটল করবেন। যেমন Easy table of content, Contact form 7, Caching and Security plugin, SEO plugin ইত্যাদি।
৬) সাইট গুগল Analytics, Bing clarity তে এড করবেন যেন দেখতে পারেন ভিজিটর আপনার সাইটে এসে কি করে।
৭) গুগল এবং বিং ওয়েব মাস্টার টুলস এ সাইট এড করবেন যে আপনার সাইট গুগল এবং বিং এ ভিজিবল হয়।
৮) আর্টিকেল আপনি নিজে লিখতে পারেন অথবা Affpilot দিয়ে লেখাতে পারেন।
৯) ব্যাসিক কিছু ব্যাকলিংক করবেন। সোস্যাল শেয়ার করবেন। প্রোফাইল ব্যাকলিংক করবেন। মানে আপনার ওয়েবসাইটের পোস্টগুলো এসব জায়গায় শেয়ার করে দিয়ে আসবেন।
শুধু ব্যাক লিংক নিয়ে কথা বলতে গেলেই সারাদিন লিখবো তবুও শেষ হবে না। উপরের প্রতিটা বিষয় লিখে সার্চ করে আপনি আরো ইনফো জানতে পারেন।
১০) কিছু ট্রাফিক পাওয়া শুরু করলে গুগল এডসেন্সে Apply করবেন।
১১) কোন নিশে আর্টিকেল লিখবেন সে বিষয়ে আপনাকে একটা লিস্ট দিবো আমি। কোথাও শেয়ার করবেন না। ৬ মাসের বেশি সময় ধরে এই লিস্টটা তৈরি করেছি। এগুলো নিয়ে কাজ করলে আপনি এডসেন্স + আমাজন অ্যাফিলিয়েট সব কিছুই করতে পারবেন।



