পোস্ট পাবলিশ করতে দিয়েছি, বিদ্যুত চলে গেছে বা পিসি বন্ধ হয়ে গেছে পোস্ট পাবলিশ হবে কি?

Subscribe to the blog & newsletter

Table of Contents

Share This Post:

Share:

পোস্ট পাবলিশ করতে দিয়েছি, বিদ্যুত চলে গেছে বা পিসি বন্ধ হয়ে গেছে পোস্ট পাবলিশ হবে কি?

আপনাদের দুটি প্রশ্নের উত্তরঃ

১) এক সাথে ৫০০টি কিওয়ার্ড ইনপুট দিয়ে ৫০০টি পোস্ট পাবলিশ করতে দিয়েছি, বিদ্যুত চলে গেছে বা পিসি বন্ধ হয়ে গেছে পোস্ট পাবলিশ হবে কি?

উত্তরঃ হ্যাঁ, পোস্ট পাবলিশ হতেই থাকবে, এমনকি আপনি ঘুমে থাকলেও হবে 😑

২) Affpilot দিয়ে এক ক্লিকে ৫০০, ১০০০ কিংবা ১৫০০ পোস্ট পাবলিশ করবো কিভাবে?

Option-A) With Schedule post

Option-B) Without Schedule post.

Schedule post ব্যাপারটা সবাই বুঝতে পারছেন কি?

কয়েকজন ভাই Schedule post বিষয়টা আমার থেকে বুঝিয়ে নিলেন তাই মনে প্রশ্ন জাগলো সবাই বুঝতে পারলেন কিনা!

ধরুন আপনার কাছে ১৫০০ কিওয়ার্ড আছে। আপনি এই ১৫০০ কিওয়ার্ড দিয়ে ১৫০০ টা পোস্ট পাবলিশ করতে চাচ্ছেন।

আপনার হাতে সময় কম! এই ১৫০০ কিওয়ার্ড একবারে আপনি Affpilot এ ইনপুট দিয়ে সিডিউল করে রাখতে পারবেন। এবং একটা সময় সেট করে দিতে পারবেন। ঐ সময় পর পর পোস্ট পাবলিশ হবে।

ধরুন আপনি চাচ্ছেন প্রতি ঘন্টায় একটি করে পোস্ট পাবলিশ হোক।

আপনি ১০০টি পোস্ট কিওয়ার্ড ফিল্ডে ইনপুট দিলেন। তারপর স্ক্রিনশটে দেখানো Schedule post অপশনে টিক দিলেন।

মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এই অপশনগুলো দেখতে পাবেন।

ঘন্টা সিলেক্ট করে ডানপাশে Enter a number of units এখানে ১ থেকে ২৪ এর মধ্যে একটি সংখ্যা লিখে দিলেন।

তারপর দেখতে পাবেনঃ The gap between every post will be 1 hour

মানে একটি পোস্ট এখনি পাবলিশ হবে। তারপর ১ ঘন্টা পর আরেকটি, নেক্সট ১ ঘন্টা পর আরো একটি এভাবে চলতে থাকবে।

এক কথায় বলতে গেলে প্রতিটি পোস্ট পাবলিশ হবে ১ ঘন্টা পর পর। ডাক্তার যেমন ঔষধ খেতে দিয়ে বলে ৬ ঘন্টা পর পর খাবেন। এমন আরকি!!

অনুরুপভাবে মিনিট, দিন, সপ্তাহ, মাস এগুলো কাজ করবে।

আশাকরি, সিডিউল নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না মনে। পোস্টটি লিখে রাখলাম। এখন থেকে কেউ জিজ্ঞেস করলে এটা পড়তে দিবো তাহলেই হয়ে যাবে 😊

ওয়েবসাইট এড করার সময় আপনি স্টাটাস সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনি পোস্ট সিডিউল করে দিতে চান তাহলে সাইট এড করার সময় Publish অপশনটি সিলেক্ট করিয়েন। তাহলে সিডিউল করে দিলে, নির্দিষ্ট সময় পর পর পাবলিশ হতে থাকবে।

Without Schedule post মানে যদি টিক না দেন বা আনচেকড রাখেন তাহলে পোস্ট সিডিউল হবে না বরং এখনি সব পাবলিশ হবে।

বিঃদ্রঃ Schedule post অপশনটির কাজ এবং ব্যবহার বুঝতে পেরেছেন কি? কমেন্ট করে কনফার্ম করার জন্য অনুরোধ রইলো। তাহলে আমার বুঝতে সুবিধা হবে অপশনগুলো ইউজার ফ্রেইন্ডলি হচ্ছে কিনা। ধন্যবাদ ❤

ভিডিও বানাতে খুব আলসেমি লাগে! 🥱 এসব বিষয় বোঝাতে ১ মিনিটের ভিডিওই যথেষ্ট ছিলো!

Our Sample Article