এক ক্লিকে ১ হাজার আর্টিকেল লেখার সবচেয়ে জনপ্রিয় টুলস Affpilot দিয়ে ইনফো এবং রিভিউ আর্টিকেল লেখা যায়। আজকে আমরা এক নজরে দেখে নিবো ইনফো আর্টিকেলের জনপ্রিয় চারটি ফিচার সম্পর্কে।
BULK GENERATION:
এই ফিচারটি দিয়ে এক ক্লিকে শত শত আর্টিকেল লিখতে পারবেন। মানে লাইন বাই লাইন আপনি ১০টি কিওয়ার্ড ইনপুট দিলেন। ১০টি আর্টিকেল লিখবে এবং একই সাথে আপনার সাইটে পাবলিশ করে দিবে।
অর্থাৎ আপনি line-by-line যতটি কিওয়ার্ড ইনপুট দিবেন ঠিক ততটি আর্টিকেল লেখা হবে। একটি কিওয়ার্ডের জন্য একটি আর্টিকেল।
এই ফিচারটি ইউজ করতে হলে আপনার WordPress কিংবা Blogger (Blogspot) সাইট থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। ডোমেইন, হোস্টিং, ডিজাইন, Affpilot প্যাকেজসহ সব কিছুই পাবেন এই COMBO Package এ। সীমিত সময়ের জন্য খুবই অল্প দামে পাচ্ছেন এত এত রিসোর্স। Combo অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন।
এই ফিচারটি দিয়ে আর্টিকেল লিখতে এখানে ক্লিক করুন

AI INFO ARTICLE EDITOR:
এই ফিচারটি মূলত নিয়ে এসেছি তাদের জন্য যাদের ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগার সাইট নাই কিন্তু আর্টিকেল প্রয়োজন। ওয়েবসাইট এড করা ছাড়াই এই ফিচার দিয়ে আর্টিকেল লিখে নিতে পারবেন।
আর্টিকেলটি লেখা হয়ে গেলে ইডিটরে শো করবে।
ইডিটর থেকে আপনি ম্যানুয়ালি হিউম্যান টাচ দিয়ে পাবলিশ করতে পারবেন। ইডিটর থেকে ডিরেক্ট সাইটে পাবলিশ, কপি করা, ডাউনলোড করসহ বিভিন্ন অপশন পাবেন।
এই ফিচারটি দিয়ে আর্টিকেল লিখতে এখানে ক্লিক করুন

HUMAN-LIKE MODE (OUTLINE TO ARTICLE):
Human-Like Mode এর সব চেয়ে পাওয়ারফুল ফিচারটি হচ্ছেঃ আপনি কিওয়ার্ড দেয়ার সাথে সাথে একটি ইন-ডেফথ আউটলাইন আসবে। সেই আউটলাইনে থাকবে আর্টিকেলটি কাভার করার জন্য প্রয়োজনীয় সকল হেডিংস (H2 and H3)
এখান থেকে আপনি চাইলে H2 and H3 ডিলিট এবং আরো হেডিং এড করতে পারবেন।
ড্রাগ এন্ড ড্রপ করে আপনি পজিশন চেইঞ্জ করতে পারবেন হেডিংগুলোর।
তারপর আপনার প্রয়োজন অনুযায়ী আউটলাইন তৈরি করে আপনি ফাইনালি আর্টিকেল লেখার কমান্ড দিলে এক ক্লিকেই পুরো আর্টিকেল লেখা হয়ে যাবে।
এখানেই শেষ নয়! এই ফিচারের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার আছে। প্রতিটি H2 সেকশনে প্রয়োজনমতো LSI keywords এবং NLP Terms যুক্ত করে দিতে পারবেন।

এই স্ক্রিনশটের দিকে খেয়াল করুন। H2 – Getting started with SEO এই হেডিং নিচে আরো দুটি Sub-headings (h3) আছে।
এই সেকশনের নিচে দেখুন একটি অপশন আছে Insert LSI keywords and NLP Terms.
আপনি এই সেকশনে যে কিওয়ার্ডস এবং টার্মসগুলো ইউজ করবেন সেগুলো এই H2 and H3 হেডিং এ ন্যাচারালি বসে যাবে। মানে উক্ত সেকশনে এমনভাবে আপনার কিওয়ার্ডগুলো ইউজ হবে যেন মনে হয় কোনো রাইটার কিওয়ার্ডগুলো ন্যাচারালি লেখার সাথে ব্লেন্ড করে দিয়েছে। এই কাজটিই করে দিবে Affpilot
এতে করে আপনার আর্টিকেলটি Google এ Ranking এর জন্য বুস্টআপ হবে।
ফাইনালি আর্টিকেল লেখা হবার পরে ইডিটরে শো করবে এবং ইডিটর থেকে সাইটে পাবলিশ করতে পারবেন। ইডিটর থেকে কপি করে নিতে পারবেন অথবা ডাউনলোড করেও নিতে পারবেন।
এই ফিচারটি দিয়ে আর্টিকেল লিখতে এখানে ক্লিক করুন
Manual Sub Heading (Input your own subheadings)
ধরুন আপনার কাছে একটি কিওয়ার্ড আছে এবং ঐ কিওয়ার্ডকে কাভার করতে যে সাবহেডিংগুলো প্রয়োজন সেগুলোও আপনার কাছে আছে। আপনি চাইলে এই ফিচারটির সাহায্যে আপনার সাবহেডিংগুলো ইনপুট দিতে পারবেন।
উদাহরণঃ নিচের স্ক্রিনশটটি দেখুন। খুব সহজেই বুঝতে পারবেন এক নজরেই! স্ক্রিনশটের নিচে ব্যাখ্যা করেও বুঝিয়ে দিয়েছি খুব সহজেই।

Keyword: How to earn money from affiliate marketing
আপনার কাছে এই কিওয়ার্ডটি আছেঃ How to earn money from affiliate marketing
এবং এই কিওয়ার্ডটি নিয়ে লেখার জন্য আপনার কাছে আছে নিচের ১০টি সাবহেডিং বা H2
What is Affiliate Marketing?
Choosing the Right Niche
Researching and Selecting Affiliate Programs
Building a Professional Website or Blog
Creating High-Quality Content
Optimizing for SEO and Keywords
Promoting Your Affiliate Links
Leveraging Email Marketing
Building and Nurturing Your Audience
Tracking and Measuring Your Affiliate Marketing Success
আপনি কিওয়ার্ডটি এবং সাবহেডিংগুলো ইনপুট দিয়ে দিবেন, Affpilot আপনাকে এই সাবহেডিংগুলোর উপরই আর্টিকেল লিখে দিবে। মানে আপনার আর্টিকেলের আউটলাইন আপনি দিয়ে দিলেন, Affpilot আপনার আউটলাইন অনুযায়ীই আর্টিকেল লিখে দিলো।
এই ফিচারটি দিয়ে আর্টিকেল লিখতে এখানে ক্লিক করুন
Affpilot Running Offer:
আরেকটি বিষয় মনে করে দিই। অনেকেই অফার আছে কিনা জানতে চান এখনো। অথচ অফার দিয়েছি কয়েকদিন আগে।
গত দুই বছরের মধ্যে সবচেয়ে কম দামের প্যাকেজ পাচ্ছেন এই অফারে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে জানতে এখানে ক্লিক করুন
affpilot.com ওয়েবসাইটে লগিন করে Buy Now বাটনে ক্লিক করে পেমেন্ট করুন। অটোম্যাটিক এবং ইন্সট্যান্ট ক্রেডিট এড হয়ে যাবে।
ব্লগিং রিলেটেড গাইডলাইন এবং লেটেস্ট আপডেট পেতে জয়েন করুন Affpilot Official Facebook Group এ।
 
								
 


