CJ and ShareASale থেকে ২ লাখ প্লাস ডলার আয়ের কেইস স্টাডি! পর্ব-১ঃ

Subscribe to the blog & newsletter

Table of Contents

Share This Post:

Share:

CJ and ShareASale 200K-usd-earning-case-study

এখন থেকে নিয়মিত চেষ্টা করবো এই ব্লগে আর্টিকেল পাবলিশ করার জন্য। এই ব্লগটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন আপকামিং গুরুত্বপূর্ণ পোস্টগুলো পড়তে চাইলে।

নিচের লেখাগুলো Affpilot এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপঃ Affpilot – Affiliate, Blogging and SEO Forum এখানে প্রথম পাবলিশ করেছিলাম।

পুরো পোস্টটি ফেইসবুক গ্রুপে পড়তে পারবেন এখানে। সেখানে কমেন্টে আলোচনা থেকেও আরো কিছু জানতে পারেন।

বিঃদ্রঃ গ্রুপে আমার প্রতিটি পোস্ট ২ হাজার জন দেখেন কিন্তু লাইক কমেন্ট তথা এক্টিভিটি দেখি রেগুলার ঐ ৫০-৬০ জন ভাই-ব্রাদারদেরই! এই পোস্টে কমপক্ষে 300 রিয়েক্ট, কমেন্ট তথা এনগেজমেন্ট না হলে এ ধরনের ভেলুয়েবল পোস্ট আর করবো না! আশাকরি উৎসাহ যোগাবেন 😕

এই সিক্রেট বিষয়গুলো আমি একটি মিটআপে শেয়ার করেছিলাম। আজকে আমার গ্রুপের প্রিয় ভাইদের সাথে শেয়ার করতেছি।

১) ShareASale এ কাজ করি Freshbooks নিয়ে। এটা ফ্রী ট্রায়াল সাইন আপ হলেও ১০ ডলার কমিশন দেয়। পেইড সাইনআপে সবাইকে দেয় ৫৫ ডলার। আমাকে দেয় মিনিমাম ১০০ ডলার। আমি তাদের ইলাইট অ্যাফিলিয়েট 🙂 আপনারা সেল বাড়াতে পারলে আপনাকেও দিবে।

প্রোডাক্টের প্রাইস ১০ ডলার হলেও আমাকে ১০০ ডলার দেয়! মানে আমি সেল করিয়ে দিলাম ১০ ডলার আমাকে কমিশন দিলো ১০০ ডলার, দারুন নাহ ব্যাপারটা? 🥰

CJ and ShareASale 200K-usd-earning-case-study

২) Quickbooks এই প্রোগ্রামেও ৫৫ ডলার থেকে ১০০ ডলার পাই।

মজার ব্যাপার এই দুইটি প্রোগ্রামেই সেলিং প্রাইস ১০ ডলার হলেও আমি কমিশন এভারেজে ৫৫ থেকে ১০০ ডলার পাই। এই বিষয়গুলো অনেকেই জানেন না! আমাজনের চেয়ে শতগুন বেশি কমিশনওয়ালা প্রোডাক্ট আছে এই দুনিয়ায়, জাস্ট একটু খুঁজতে হবে স্মার্টলি 😋

৩) আপনারা জানেন আমি গোড্যাডির অনেক অনেক হোস্টিং সেল করতাম খুবই কম দামে। এর বিহাইন্ডে আমি ১০০ ডলার করে কমিশন পাই। অনেকেই নিয়েছেন আমার থেকে। GoDaddy CJ তে আছে। ভালো সেল জেনারেট করে তাদের সাথে কন্টাক্ট করলে আপনারও কমিশন রেইট ১০০ ডলার করে দিবে। অনেক পুরাতন কিছু পোস্ট আছে, খুঁজে পাইলে কমেন্টে শেয়ার করে দিবো। আমার টাইমলাইনে আছে, খুঁজতে পারেন।

৪) ShareASale এ ৩০০ প্লাস Mattress রিলেটেড মার্সেন্ট আছে। এগুলোর কমিশন জাস্ট লুক্রেটিভ। 🥰 শুধু ম্যাট্রেসের উপরই এরকম ৩০০ প্লাস কোম্পানি আছে শেয়ারঅ্যাসেলে।

৫) Timeetc একটা কোম্পানি – ভার্চুয়াল এসিস্ট্যান্ট প্রোভাইডার। এই সার্ভিস প্রতিদিনই সেল হয় এবং কমিশন ২০১ ডলার! আরো অনেক কোম্পানি আছে যারা ভার্চুয়াল অ্যাসিসটেন্ট সার্ভিস দেয়। একটা সাইটই বানিয়ে ফেলা যায় এই নিশে। যেহেতু কমিশন অনেক বেশি।

৬) ধরেন আপনি বিজনেস নিশে (freshbooks, quickbooks, keap, Jobber, 7shifts) কাজ করবেন। কিন্তু আপনার সাইটে আছে কিচেন রিলেটেড পোস্ট। তাহলে আপনার এফিলিয়েট একাউন্ট তারা Approval নাও দিতে পারে। তাই ট্রিক্স হলো ঐ নিশে আগেই কিছু পোস্ট দিয়ে রাখবেন সাইটে। আর এক্ষেত্রে Affpilot এর AI Info Article (New) ফিচারটি আপনাকে বেশ হেল্প করবে।

৭) 7shifts ও ফ্রী ট্রায়ালে ৫ ডলার কমিশন দেয় এবং পেইড ৫৫ ডলার। মজার বিষয় উপরের সব প্রোডাক্টই সেলিং প্রাইসের চেয়ে কমিশন প্রায় ৫-১৫ গুন বেশি! মানে আপনি সেল করিয়ে দিলেন ১০ ডলার কিন্তু কমিশন পাচ্ছেন ১০০ ডলার!

৮) নলাহ ম্যাট্রেস সেল করলে মিনিমাম কমিশন শুরু হবে ১০৫ ডলার থেকে। বেশি সেল হলে কমিশন স্ট্রাকচার আরো বাড়বে। একটা ম্যাট্রেস সেল করে ৫০০ ডলার পর্যন্ত পেতে পারেন। চিন্তা করুন আমাজনে এই কমিশন পেতে কত ডলার হওয়া লাগবে সেলিং প্রাইস 🙃

৯) রেডিটে কমেন্ট কার্মা, পোস্ট কার্মা বাড়িয়ে মার্কেটিং করতে হবে। অন্যান্য সোস্যাল মিডিয়াতেও সেইম কাজ করতে পারেন। অনেক অনেক ওয়ে আছে।

১০) প্রতিটি প্রোডাক্টের জন্য আমি একটা রিভিউ পোস্ট লিখি এভাবে। Freshbooks Review – The best business management tool.

তারপর SEMRush And Ahrefs দিয়ে রিলেটেড কিওয়ার্ড বের করে Affpilot দিয়ে সাপোর্টিং ইনফো আর্টিকেল পোস্ট করে যাই।

এটা দুই কাজে দেয়ঃ

a) Company টা ভাবে আমি এই নিশে এক্সপার্ট (যেহেতু অনেক আর্টিকেল সাইটে এই রিলেটেড) এবং একারনে একাউন্ট ভালো চোখে দেখে।

a) Internal linking এ সুবিধা হয়। র‍্যাংকিং এও কাজে দেয়।

১১) PartnerStack নামক একটি এফিলিয়েট নেটওয়ার্কে আমি অনেকদিন ধরে কাজ করি। এখানে প্রচুর বিজনেস বা টুলস রিলেটেড অফার পাবেন। যেমন Sendinblue, Jobber, Keap etc etc…

১২) আমাজন + গুগল নির্ভর না হয়ে আরো অনেক অনেক এফিলিয়েট নেটওয়ার্ক + ট্রাফিক সোর্স আছে কাজ করার যেগুলোতে একটু নজর দেয়া এখন সময়ের দাবি।

অন্য নেটওয়ার্কে কমিশনও বেশি।

১৩) আমার সাইটের সংখ্যা এক্সাক্ট কতটি আমি নিজেও সব সময় জানিনা! তবে ২০-২৫ টি থাকে অলটাইম। এগুলো দিয়ে কি করি কিভাবে করি দেখানো দরকার ছিলো।

এক নিশ্বাসে মাখন টাইপের বেশ কিছু শেয়ার করে ফেললাম। সাধারনত এমন গভীরে স্পেসিফিকভাবে কেউ শেয়ার করে না। খালি ভাসা ভাসা জিনিস পাওয়া যায় ইউটিউবে! গ্রুপে আপনার পরিচিত ভাইদেরকে এড করে এই পোস্ট দেখার সুযোগ করে দিন। 😍

এক মাসে ২১ হাজার ডলার আয় শিরোনামে ২০২০ সালে টাইমলাইনে একটি পোস্ট দিয়েছিলাম। অনেকেই হয়তো দেখেছেন পোস্টটি। সেখানে স্ক্রিনশটে হাইড করে রেখেছিলাম কোন কোম্পানি থেকে পেমেন্টটা এসেছিলো। আজকে রিভিল করে দিলাম 🧐

ঐ পোস্ট দেয়ার পর অনেক শুভাকাঙ্ক্ষী নিষেধ করেছিলেন এসব শেয়ার না করার জন্য! তখন থেকে আর করিওনি! আজকের কেইস স্টাডি উপলক্ষে দিলাম।

এই পোস্টটি আমার গ্রুপে শেয়ার করার পর অসংখ্য পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। ইনবক্সে এবং কমেন্টে অসংখ্য ভাই-ব্রাদার জানতে চেয়েছিলেন কিভাবে অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোতে সহজে Approval পাওয়া যাবে। পরবর্তী পোস্টটি লেখার চেষ্টা করবো কিভাবে খুব সহজে Affiliate Network এ Approval পাওয়া যাবে।

আশা করবো যারাই আমার ব্লগ পোস্ট পড়তেছেন সবাই নিজের ফেইসবুক টাইমলাইনে পোস্টগুলো শেয়ার করবেন। এতে করে আমি উৎসাহ পাবো বেশি বেশি টিপ্স এন্ড ট্রিক্স শেয়ার করার।

আমি অলরেডি নেক্সট পোস্ট লেখা শুরু করে দিয়েছি। সেখানে এমনসব বিষয় তুলে ধরবো যেগুলো একজন নতুন অ্যাফিলিয়েট মার্কেটার শুরুর দিকে ভুল করে থাকে। কমন মিসটেইকগুলো যেন না করেন সে সম্পর্কিত গাইডলাইন শেয়ার করবো ইনশাআল্লাহ।

নেক্সট পোস্টে এরকম কমপক্ষে ৫টি টিপ্স শেয়ার করবো।

Affpilot কি এবং কিভাবে কাজ করে যারা জানেন না তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজ ফলো করে রাখুন।

এই ভিডিওটি দেখলে মোটামুটি ধারনা পাবেন। এখানে Affpilot এর Old ভার্সন দিয়ে আর্টিকেল লেখা দেখানো হয়েছে। তিনটি নতুন ফিচার রিলিজ হয়েছে কিছুদিন আগে। এই ফিচারগুলো দিয়ে বেস্ট কোয়ালিটির আর্টিকেল লেখা যাচ্ছে।

  1. AI Info Article (New) এই ফিচারটি আমাদের ফেইসবুক কমিউনিটির ৫০ জনের অধির SEO Expert এবং Writer এর পরামর্শে বানানো হয়েছে। আর্টিকেল কোয়ালিটি আগের চেয়ে শতগুনে উন্নত হয়েছে। View sample demo post with this feature.
  1. Write article with your own subheadings (h2)
  2. AI Info Article (Editor)

এ ছাড়া Affpilot দিয়ে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন খুব সহজেই। একটি কিওয়ার্ড বা প্রোডাক্টের নাম দিলেই আমাজন থেকে 10 টি প্রোডাক্ট নিয়ে এসে TOP 10 Best Product Review আর্টিকেল লিখে দিবে। ডেমো দেখতে এই পোস্টটি দেখুন।

Affpilot ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। Affpilot, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ বিষয়ক ভিডিও আপলোড করতে পারি এই চ্যানেলে

পাকিস্তানি একজন জনপ্রিয় ইউটিউবার ভাই Affpilot নিয়ে একটি ভিডিও বানিয়েছেন। দেখতে পারেন ভিডিওটি।

এই পোস্টটি কেমন হয়েছে এবং নেক্সট পোস্টের জন্য কারা কারা আগ্রহী? পোস্টের নিচে কমেন্ট বক্সে কিছু লিখে সাড়া দিন। আপনার ফেইসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়া টাইমলাইনে পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো। এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধু ও পরিচিতজন উপকৃত হবেন ইনশাআল্লাহ।

Our Sample Article