গুগল আপডেটকে ভয় পাবেন না যে কাজটি করলে

Subscribe to the blog & newsletter

Table of Contents

Share This Post:

Share:

google update

বিজনেসে অল্টারনেটিভ, ব্যাকাপ কিছু থাকলে ভয় পাবেন না। একই পাত্রে সব ডিম রাখলে সব সময় ভয়ের মধ্যে থাকতে হবে! একজনকে পরামর্শ দিতে নিচের লেখাগুলো কমেন্ট করলাম, পড়তে পারেন, কাজে দিতে পারে।

যদি সেইফ জোনে থাকতে চান এবং শুরু করেই হতাস না হতে চান তাহলে এক কাজ করতে পারেন। ১০-১৫টি কিংবা তারও বেশি ব্লগ সাইট নিয়ে নেমে পড়ুন। খুব বেশি ইনভেস্ট করতে হবে তাও নয়। AI আসার আগে আমরা একটি সাইটে যে পরিমাণ ইনভেস্ট করতাম এখন ঐ পরিমাণ টাকা দিয়ে ২০-৩০ টি বা তারও বেশি সাইট বানানো সম্ভব।

আপনার যদি অনেকগুলো সাইট অনেকগুলো নিশে থাকে তাহলে দেখবেন দুই একটি সাইট গুগল আপডেটে হিট খেলেও বাকিগুলো ঠিক থাকবে। আর সাইট আপ থাকা মানে আপনার মনোবলো শক্ত থাকা।

আমরা একটু এদিক সেদিক হলেই হতাস হয়ে হাল ছেড়ে দিই!! সেজন্য এই পরামর্শ দিলাম যেন ব্যাকাপ থাকে এবং মনোবল অটুট থাকে কাজে। কেউ কেউ এই জগতে ১০-১৫ বছর ধরে লেগে আছে (যেমন আমি) আবার কেউ কেউ ১০-১৫দিনও থাকেনা। এজন্য এই পরামর্শটি দিলাম। বাল্ক এমাউন্টে শুরু করুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। অনেক কম খরচেই Affpilot দিয়ে অনেকগুলো সাইট বানাতে পারবেন।

এবং টার্গেটে থাকবেন Flippa, MotionInvest, empireflippers এর মতো প্লাটফর্মে সাইটগুলো সেল করে দেয়ার জন্য। দুই চারটি সাইট সেল করতে পারলে দেখবেন আপনার কারো থেকে আর মোটিভেশন নেয়া লাগবে না 🙂

দিনশেষে মানি ইজ দ্যা বিগেস্ট মোটিভেশন ইন দ্যা ওয়ার্ল্ড 😎

Our Sample Article