How to Earn From Affpilot?

Subscribe to the blog & newsletter

Table of Contents

Share This Post:

Share:

How to Earn From Affpilot?

যারা Affpilot-এর এফিলিয়েট করে কিভাবে আয় করতে হবে বুঝতেছেন না তাদের জন্য এই পোস্টটিঃ
Affpilot থেকে 15% অ্যাফিলিয়েট পার্টনারশিপ কমিশন পান শুধুমাত্র রেফার করেই!

সহজ ভাষায় বললে, আপনার রেফারেন্সে যত সেল হবে তার 15% আপনি পাবেন। ধরুন একজন কাস্টমার আপনার রেফারেন্সে ১০,০০০ টাকার প্যাকেজ কিনলো, তাহলে আপনি পাবেনঃ 1500 টাকা।
এভাবে মাসে ১ লাখ টাকা সেল জেনারেট করতে পারলে আপনি পাবেন 15 হাজার টাকা।


Affpilot. com এ লগিন করে দেখুন Referral Link পাবেন ড্যাশবোর্ডেই। এই লিংকটি শেয়ার করুন, কেউ আপনার রেফারাল লিংকে ক্লিক করে অ্যাফপাইলট কাস্টমার হলে আপনি 15% কমিশন পাবেন।

Affpilot এমন একটি টুলস যার মাধ্যমে খুব সহজেই ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ার শুরু করা সম্ভব!

এই টুলস প্রচুর পরিমানে সেল হয়, ম্যাজিকের মতো সব কাজ যেমন আর্টিকেল লেখা থেকে শুরু করে ওয়েবসাইটে পাবলিশ করা সব কিছুই অটোম্যাটিক করে দেয়, তাই মানুষের খুব আগ্রহ এই টুলস-এ। প্রোমোট করুন, দেখবেন অনেক সেল জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ।

প্রাথমিকভাবে তিনভাবে প্রোমোট করা শুরু করতে পারেনঃ


(১) আপনার ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, লিংকডইন, রেডিট, কুওরা, gab ইত্যাদি প্রোফাইলে বন্ধু এবং ফলোয়ারদের সাথে রেফারাল লিংক শেয়ার করতে পারেন।


(২) ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, SEO, রাইটিং সম্পর্কিত ফেইসবুক গ্রুপে শেয়ার করতে পারবেন।


(৩) আপনার ওয়েবসাইটে Affpilot সম্পর্কে ব্লগ আর্টিকেল লিখতে পারেন। এবং আর্টিকেলের মধ্যে Affpilot এর রেফারাল লিংক বসিয়ে দিতে পারেন 🥰

Our Sample Article