Affpilot দিয়ে আর্টিকেল লেখার পর যেভাবে Human Touch দিবেন

Subscribe to the blog & newsletter

Table of Contents

Share This Post:

Share:

human touch on Affpilot generated articles

এআই কন্টেন্টে হিউম্যান টাচের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করে থাকেন। একজন ভাইকে কমেন্টে এগুলো পরামর্শ দিলাম। আপনারাও ফলো করতে পারেনঃ

একটা ইনফো-গ্রাফিক্স এড করা প্রয়োজন এড করে দিলেন। ইনফোগ্রাফিক্স আর্টিকেলের জন্য খুবই কার্যকরী একটা মেথড।

যেমন মনে করলেন আরেকটু তথ্য এড করা প্রয়োজন, এড করে দিলেন।

আরেকটি বিষয় অনেকেই করেন না সেটি হলো, আর্টিকেলে পডকাস্ট এড করে দেয়া। পডকাস্ট এড করে দিলেও র‍্যাংকিং এ খুব কাজে দেয়।

একটা টেবিল এড করা প্রয়োজন মনে করলেন এড করে দিলেন।

আরো কিছু ইউনিক ছবি এড করা প্রয়োজন মনে করলেন, এড করে দিলেন।

human touch on Affpilot generated articles



গ্রামারলি ক্রোম এক্সটেনশনটা এড করে রাখলেন, সাজেশন যা দিলো সেই অনুযায়ী ফিক্স করে ফেললেন।

হেডিং এর মধ্যে খেয়াল করে দেখলেন যদি হেডিংটা বেশি বড় মনে হয়ে একটু ছোট করে নিলেন কিন্তু ছোট করতে গিয়ে আবার মিনিং যেন ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখবেন অবশ্যই।

আপনি নিজে দক্ষ না হলে হিউম্যান টাচ দিতে গিয়ে হিতে বিপরীত করে ফেলবেন না যেন আবার। দেখা গেলো এআই ভালোই লিখে দিয়েছিলো আপনি টাচ দিতে গিয়ে আরো লো কোয়ালিটি করে ফেললেন এমন করবেন নাহ।

যদি এআই টুলস দিয়ে লিখে থাকেন অথবা Affpilot দিয়ে লিখে থাকেন তাহলে একটু পড়ে পড়ে হিউম্যান টাচ দিতে পারেন। যদিও Affpilot দিয়ে লিখলে হিউম্যান-লাইক কন্টেন্ট পাওয়া যায় তবুও আপনি আরো একটি ইফোর্থ দিলে ভালো হবে।

Our Sample Article